রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ মোহনগঞ্জে ওয়ার্ড বিএনপি সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত আধ্যাত্মিকতার মিলনমেলায় আটরশিতে বিশ্ব উরস শরীফ হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩ ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত মোংলা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ৩ সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইলেন দুলালের পরিবার

জাতীয় প্রেস ক্লাবে ইসহাক দুলালের পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন।

রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের মামলায় আটক ব্যবসায়ী ও মাদ্রাসায়ে হোসাইনিয়া দারুল উলুমাহসহ বিভিন্ন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো. ইসহাক দুলালকে অব্যাহতি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন ইসহাক দুলালের পরিবার।
পরিবারের অভিযোগ , শেখ হাসিনাবিরোধী ও তার পতনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তি ইসহাক দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

শাহজাহানপুর থানা পুলিশ অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, আমার বাবাসহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে তখন ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও ছেড়ে দেয়নি এবং অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানি করছে। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাতে কর্ণপাত করেনি।

ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারান্তরীণ থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় ইসহাক দুলালের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়, সুষ্ঠু তদন্তের জন্য নতুন ওসি শাহজাহানপুর থানায় নিয়োগ দেওয়ার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস,কবির হোসেন, সাইফুল ইসলার সুমন, আবু বকর সুজন, ইসহাক দুলালের স্ত্রী প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩