বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন সুনামগঞ্জের ধর্মপাশায় ঠান্ডা জনিত কারণে সাদা হয়ে যাচ্ছে ধানের চারা, চিন্তিত কৃষক আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ সকল প্রকার জ্বালানি তেলের দাম কমল সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতি: মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত নজরুল শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন শৈলকুপায় অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত। পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা

আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইলেন দুলালের পরিবার

জাতীয় প্রেস ক্লাবে ইসহাক দুলালের পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন।

রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের মামলায় আটক ব্যবসায়ী ও মাদ্রাসায়ে হোসাইনিয়া দারুল উলুমাহসহ বিভিন্ন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো. ইসহাক দুলালকে অব্যাহতি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন ইসহাক দুলালের পরিবার।
পরিবারের অভিযোগ , শেখ হাসিনাবিরোধী ও তার পতনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তি ইসহাক দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

শাহজাহানপুর থানা পুলিশ অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, আমার বাবাসহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে তখন ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও ছেড়ে দেয়নি এবং অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানি করছে। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাতে কর্ণপাত করেনি।

ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারান্তরীণ থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় ইসহাক দুলালের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়, সুষ্ঠু তদন্তের জন্য নতুন ওসি শাহজাহানপুর থানায় নিয়োগ দেওয়ার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস,কবির হোসেন, সাইফুল ইসলার সুমন, আবু বকর সুজন, ইসহাক দুলালের স্ত্রী প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩