শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড় চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

নিখোঁজের ১২ দিন পর পাবনা থেকে স্কুল ছাত্রী উদ্ধার করেছে পুলিশ

সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মোহনা বেগম নামের স্কুল ছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রেমের টানে ঘর ছাড়া উপজেলার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)কে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাবনা সদর থানার গয়েশপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ।

মোহনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামস্থ নানা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোহনা বেগম গত ২৯ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়।
দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় মোহনার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা।
এমনকি মোহনার সাথে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬**) বন্ধ পাওয়া যায়।

এরপর এ ঘটনায় ২ জানুয়ারী মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৬৯ (২.০১.২০২৫ইং)। জিডি দায়েরের পর থেকেই মোহনার সন্ধানে মাঠে কাজ শুরু করে থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার গয়েশপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করতে সক্ষমও হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরোও জানা গেছে, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনার গয়েশপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭) সাথে। তাদের দু’জনের ওই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
আর গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুল ছাত্রী মোহনা।
তবে প্রেমিক শামীমের বাড়ি থেকে মোহনাকে উদ্ধার করলেও তার প্রেমিক শামীমকে আটক করতে পারেনি থানা পুলিশ।

নিখোঁজ স্কুল ছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন,
এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩