বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দারুণ এক জয় পায় রংপুর রাইডার্স। সে ম্যাচে আগে ব্যাট করে ১৯১ রান তোলে দলটি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না দলটি। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয়েছে তারা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার প্লের মধ্যে ২৮ রান তুলতেই দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। দুই ওপেনার স্টিভেন টেলর ১২ এবং অ্যালেক্স হেলস ৮ রানে ফেরেন। তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে ৪ রান।
চার নম্বরে ব্যাট করতে নেমে রংপুরের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। প্রথম চতুর্থ উইকেটে স্বদেশী খুশদিল শাহর সঙ্গে ৪১ ও পরে পঞ্চম উইকেটে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত ৪২ বলে ৪ চার এবং ১ ছকায় ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ৪ চার এবং ২ ছক্কায় ৪১ রান আসে সোহানের ব্যাটে।
সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩