শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য ও জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বাউফলে সংবাদ সম্মেলন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি -২০২৬) সকাল ১১ টায় বাউফল পৌর শহরের নাজিরপুর বাংলাবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী (১২ ফেব্রুয়ারী ২০২৬) খ্রিঃ তারিখ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ভোট প্রদানের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচিত করবে।কিন্তু অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, বিএনপি প্রার্থীর বিভিন্ন উস্কানিমূলক এবং জামায়াত প্রার্থী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য, প্রকাশ্যে ও ইঙ্গিতে দেয়া প্রচ্ছন্ন হুমকি নেতা কর্মীদের কর্তৃক চন্দ্রদ্বীপসহ বাউফলের নানা স্থানে জামায়াত কর্মীদের মারধর, হুমকি-ধামকি, চন্দ্রদ্বীপে কর্মসূচিতে বাঁধাদান ও মারধরের ঘটনার প্রত্যক্ষ দর্শীর দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেয়ায় দোকানে হামলা, লুটপাট এবং দোকানীকে হত্যার উদ্দেশ্যে আক্রমন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় স্বাক্ষীকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ইত্যাদি ঘটনা নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে কুলষিত করে দিচ্ছে যা বর্তমান অন্তবর্তী সরকারের ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের অঙ্গীকার ও প্রত্যয়কে নস্যাৎ করে দিচ্ছে। আমরা এহেন ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও কঠিন প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনকে অধিকতর নিরপেক্ষ ও পেশাদার হওয়ার মাধ্যমে নির্বাচনের অনুকূব্ধ পরিবেশ তৈরীর উদাস্ত আহবান জানাচ্ছি।
পাশাপাশি নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরছি- চন্দ্রদ্বীপে পুলিশ ক্যাম্প স্থাপন করা, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সুষ্ঠু প্রতিকার এবং পরবর্তীতে যে কোন অনাকাঙ্খিত কার্যক্রম প্রতিরোধের ব্যবস্থা করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা, নারীদের হেনস্তা প্রতিরোধ এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা।
অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে করনীয় সব কিছু সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা সভাপতি লিমন হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩