বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
আমীর হোসেন হৃদয়, (তাহিরপুর) প্রতিনিধিঃ
১৪ জানুয়ারি ২০২৬ ইং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪-সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। তিনি ভিডিও কনফারেন্স বক্তব্য প্রদান করেন।
এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহিরপুর উপজেলার অন্তর্গত ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র নির্দেশনায় এবং যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে।
লাকমা বাজার সংলগ্ন স্যানক্রেড হাসপাতালের মাঠে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করা হয়।
বিশেষ দোয়ায় তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আলাল মিয়া, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর, সুনামগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজম আলী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩