বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শ্রীবরদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭ ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার জবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জৈন্তাপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই : রাতভর অভিযানে গ্রেফতার ৭

মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মহানগরীর দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বর্বরোচিত হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে মূল আসামির পরিবার ও স্থানীয় সহযোগীরা রয়েছেন। তারা হলেন—এজাহারভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলামের বাবা সাগর আলী (৬১), ভাই এ কে এম রেজাউল করিম (৩৯), মো. নাজিম উদ্দিন (৩৭) ও তার ভাই মো. সুজন মিয়া (২৭), মো. খলিলুর রহমান (৪০), মো. নাজিম উদ্দিন (৪২) এবং জয়নাল উদ্দিন (৫২)। গ্রেফতারকৃতরা মূলত দিঘারকান্দা ও চর বড়বিলা এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় একটি নিয়মিত মামলার আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে যায় পুলিশের একটি দল। আসামি গ্রেফতারের পরপরই তার অনুসারী ও স্থানীয় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলার ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামকে পুনরায় গ্রেফতার এবং হামলার সঙ্গে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩