রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নেজামউদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ড. হামিদুর রহমান আযাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। এ সিদ্ধান্তে কক্সবাজার-২ আসনের নির্বাচনী মাঠে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩