বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্পকে কার্যত নস্যাৎ ও অকার্যকর করার পথে ঠেলে দিচ্ছে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ভয়াবহ কর্মকাণ্ড। তিস্তাপাড়বাসী ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের কোনো বাধা তোয়াক্কা না করেই একাধিক প্রভাবশালী সিন্ডিকেট প্রকাশ্যে নদীর তলদেশ খুঁড়ে পাথর লুটে নিচ্ছে—যা তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প এবং তিস্তাপাড়ের জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

অনুসন্ধানে দেখা গেছে, তিস্তা ব্যারেজের উজান ও ভাটির বিস্তীর্ণ এলাকায় শত শত শ্যালো ইঞ্জিনচালিত নৌকা দিয়ে নদীর তলদেশে গভীর গর্ত করে নির্বিচারে পাথর উত্তোলন চলছে। তেলির বাজার, তিস্তা বাজার, ছোটখাতা, ডালিয়া, বাইশপুকুর, ভেন্ডাবাড়ি ও ছাতুনামা এলাকায় প্রতিদিন এই অবৈধ কর্মকাণ্ড চলছে মহাউৎসবের মতো। মাঝে মধ্যে দুুএক দিন অভিযান বা তৎপরতার আভাসে উত্তোলন বন্ধ থাকলেও পরে আরও বেশি মাত্রায় শুরু হয় লুটপাট।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের একাংশ ও একটি প্রভাবশালী মহলের নীরব সহায়তায় সিন্ডিকেটগুলো এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা প্রকাশ্যেই প্রশাসনকে চ্যালেঞ্জ করছে। একাধিকবার উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নৌকা ভাঙচুর ও বিপুল পরিমাণ পাথর জব্দ করা হলেও তাতে কার্যত কোনো প্রভাব পড়েনি।
সংরক্ষিত এলাকায় পাথর মজুত, পাউবোর নীরবতা

উত্তোলিত পাথর ট্রাক্টরে করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংরক্ষিত সেচ নালা, গাইড বাঁধ ও ফাঁকা জায়গায় স্তুপ করে রাখা হচ্ছে-যা পাউবো কার্যালয়ের মাত্র ৫০০ গজের মধ্যেই অবস্থিত। সেখান থেকেই পাথর বাজারজাত করা হচ্ছে। অথচ নদী ও সেচ প্রকল্প রক্ষার দায়িত্বে থাকা পাউবো কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।

তিস্তাপাড়ের বাসিন্দারা জানান, অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সিন্ডিকেটের হুমকি ও প্রতিহিংসার শিকার হতে হয়। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই প্রতিবাদ করা ছেড়ে দিয়েছেন। এর ফলে নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে তিস্তাপাড়ের মানুষ। ভাঙন রোধে সরকারকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধ করা পাউবোর দায়িত্ব নয়; এটি জেলা ও উপজেলা প্রশাসনের বিষয়।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, তিস্তা ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সেচ প্রকল্প রক্ষায় পাউবো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তিস্তা নদী থেকে পাথর উত্তোলনের কোনো আইনগত সুযোগ নেই। আইন অমান্য করে উত্তোলন চললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে-এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

সচেতন ও অভিজ্ঞ মহলের মতে, অবিলম্বে দায় নির্ধারণ, সমন্বিত অভিযান ও জবাবদিহি নিশ্চিত না হলে তিস্তা ব্যারেজ ও বৃহত্তর সেচ প্রকল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। প্রশ্ন উঠেছে—রাষ্ট্রের বৃহত্তম ব্যারেজ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনই কঠোর হবে, নাকি সবকিছু ধ্বংসের পর দায় খোঁজা হবে?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩