বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লালমনিরহাটের সর্ব স্তরের জনগণের আয়োজনে আজ ২১/১২/২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় একটি আলোচনা,দোয়া ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাদের সকলেই ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেন অনেকের চাওয়া বাংলাদেশে শহীদ ওসমান হাদীর খুনিদের নিয়ে এসে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

তাদের সকলের দাবি এই বাংলাদেশের জমিনে আর কখনো যেন কোনভাবেই ভারতের আধিপত্য কায়েম করতে না পারে।

বক্তারা জানান একাত্তরের স্বাধীনতায় বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা পাইনি কিন্তু, এই ২০২৪ আমরা বৃথা যেতে দেব না।  আমরা নিজের রক্ত বিলিয়ে দেব তবুও এই দেশকে দিল্লির আগ্রাসনের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলার জমিনে আর কেউ যেন ভারতের তাবেদারি করতে না পারে কেউ যেন ভারতের গোলামী করতে না পারে এ বিষয়ে বাংলাদেশের প্রশাসনকে সজাগ থাকতে হবে।

তারা আরো জানায় বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটিয়ে কিভাবে ভারতে পালিয়ে গেল খুনিরা অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করতে হবে। এতে যদি ব্যর্থ হয় সরকার তাহলে সকল উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

আমরা এই বাংলার জমিনে আর একফোঁটা রক্তের দাগও লাগাতে দেব না। তার আগেই আমরা এর বিচার জনসম্মুখে দেখতে চাই। শহীদ হাদির বিচার যতক্ষণ না এই বাংলার জমিনে সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।

সর্বশেষ উক্ত সমাবেশের প্রধান অতিথি বক্তব্য রাখেন তিনি বলেন এই বাংলাদেশ নজিরবিহীন একটি ঘটনা ঘটিয়ে সকলের নাকের ডগার উপর দিয়ে খুনি ভারতে চলে গেল অথচ প্রশাসন কিছুই করতে পারল না। এটা একটি হাস্যকর ঘটনার শামিল।

আমার মনে হয় শহীদ ওসমান হাদির খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে বাংলাদেশ বিজিবি।
আমি আর কিছু বলতে চাই না এই বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ক্ষুনিকে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্য সম্পূর্ণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হাদীরা রাজপথ ছেড়ে ১ ইঞ্চিও সরে দাঁড়াবো না ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩