বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিদ্যালয় চলাকালীন সময় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে ক্লাসে ফেরার কিছুক্ষণ পর পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাদের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন জানান, “একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। তবে প্রথমে বুঝে উঠতে পারিনি আসলে কী কারণে এমন হলো।”
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই বলেন, “শিক্ষার্থীরা সবাই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। তারা জানিয়েছে অ্যাসেম্বলি শেষে একই ধরনের বিস্কুট খাওয়ার পর উপসর্গ দেখা দেয়। ফুসফুস পরিষ্কার, জ্বর বা কাশিও নেই। বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না, তা পরীক্ষা জরুরি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখে কিছু খেতে নিষেধ করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ জানা যাবে।
অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক জানান, “মেয়ে সকালে একদম ভালো ছিল, স্কুলে গিয়ে এমন হবে ভাবতেই পারিনি।”
ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের বাড়ি নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, “শিক্ষার্থীরা সকালে না খেয়ে এসেছিল। অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসা দেওয়া হয়। এখন সবাই আশঙ্কামুক্ত এবং অবস্থার উন্নতি হয়েছে।”
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “এমন ঘটনা ঘটেছে, তবে শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ আছে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩