বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:
শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারস্থ আমিন মার্কেটে বুধবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মাস্টার্স বিভাগের শিক্ষার্থী মাওলানা আতিক উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ হানিফ বাদশাহ।এ সময় সেবা কার্যক্রমের তত্ত্বাবধান করেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন ডা. হাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী।তিনি বলেন, লায়ন ডা. হাফিজুর রহমান যে আন্তরিকতা ও মানবিকতায় দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সমাজে এক অনন্য উদাহরণ। তার সেবার পরিধি এখন হাটহাজারী পেরিয়ে পুরো চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে।সকাল সাড়ে দশটায় সেবা ক্যাম্পের উদ্বোধন করেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ আসলাম পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের পরিচালক আবদুল হাই মানিক, মুহিববুল্লাহ চৌধুরী, হাটহাজারী সমাচারের সম্পাদক সাংবাদিক এমকে ইউছুফ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক আবু নোমান, সমাজসেবক ওমর ফারুক, মুহিবুর রহমান মাহিম প্রমুখ।সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ ক্যাম্পে হাটহাজারী ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক শিশু ও অভিভাবক বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। আগতরা দীর্ঘদিন ধরে পরিচালিত এই সেবার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লায়ন ডা. হাফিজুর রহমান বলেন, মানবতার সেবা আমার জীবনের অঙ্গীকার। মানুষের কষ্ট লাঘব করতে পারলেই আমি আনন্দ পাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম আরও সম্প্রসারণ করে চট্টগ্রামের প্রতিটি উপজেলায় সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন,চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের মহান এক মাধ্যম। শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩