মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার সাগাইহাটা গ্রামে টানা তিনদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে মাঠের আমন ধানে। ঝড়-বৃষ্টিতে অনেক ধানগাছ হেলে পড়েছে, কোথাও জমে গেছে পানি, আবার নিচু এলাকার বহু ধানক্ষেত তলিয়ে গেছে।
গ্রামের মাঠজুড়ে এখন কেবল পানিতে ডুবে থাকা ধানক্ষেত ও হেলে পড়া গাছের সারি। আধাপাকা ধানগাছ মাটিতে লুটিয়ে থাকায় অনেক কৃষকই হতাশ।
স্থানীয় কৃষক একলাছুর রহমান বলেন, “ধান পুরোপুরি পাকার আগে এমন বৃষ্টি আর হাওয়া জীবনে দেখিনি। অনেক জায়গায় পানি জমে ধান পচে যাওয়ার ভয় আছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।”
আরেক কৃষক নুরুল ইসলাম জানান, “ধান কাটার সময় ঘনিয়ে এসেছিল, কিন্তু এই তিনদিনের আবহাওয়ায় সব শেষ। এখন যদি রোদ না আসে, ধান উদ্ধার করা মুশকিল।”
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে শুধু ফসল নয়, গ্রামীণ সড়ক ও খাল-বিলেও পানি জমে জনজীবনে ভোগান্তি বেড়েছে।
কৃষকদের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না ফিরলে এই আমন মৌসুমে ফলনের পরিমাণ অনেক কমে যেতে পারে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩