মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ চুরি-ছিনতাইয়ে নাস্তানাবুদ সুয়ালকাবাসী কুড়িগ্রামের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত রাজবাড়ী-১ আসনের ধানের শীষ প্রতীক পেলেন আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান ‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’ কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি এখন পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আগাম আলু, রোপা আমন ধান ও শীতকালীন সবজির খেতে।

গত বছর আলু চাষ করে লোকসানে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার অনেকেই আগাম আলু চাষে নেমেছিলেন। কিন্তু অপ্রত্যাশিত এই বৃষ্টিতে তাদের সেই আশা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। অনেক জায়গায় জমিতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন ধান, ২১ হাজার হেক্টর জমিতে আলু এবং ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কোথাও আলু আবাদের জমি প্রস্তুত করা হয়েছে, আবার কোথাও সদ্য বীজ রোপণ সম্পন্ন হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমি এখন পানিতে ডুবে গেছে। কৃষকরা বিভিন্ন উপায়ে পানি সরানোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বৃষ্টির তীব্রতা কমছে না। শুধু আলুই নয়, আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মুলা সহ বিভিন্ন সবজির গাছও নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের আধা-পাকা ধানও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, গত বছর আলুর দাম না পাওয়ায় এবার লাভের আশায় আগাম আলু রোপণ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই আশায় ভাটা পড়েছে। জমি থেকে পানি দ্রুত না সরলে নতুন করে বীজ রোপণ করা সম্ভব হবে না। শাকসবজির শিকড়ও পচে যাচ্ছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩