সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি চারঘাটে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন পূবাইলে বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, যুবক গ্রেপ্তার কুবিতে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে লক্ষ পুণ্যার্থীর রাস মেলা চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক শিক্ষক সংকটে টালমাটাল শিবচরের প্রাথমিক শিক্ষা নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত নাসিরনগরে ১১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা: নিহত এক বিরামপুরে অসহায়দের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

প্রেমের টানে নাসির নগরে চীনা যুবক

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:

প্রেম মানে না কোন বাঁধা, এটা ই আবারো প্রমাণ করেলেন চীনা যুবক। ভালোবাসার টানে সাগর-পাহাড় হাজার হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে চলে এসেছেন এক চীনা তরুণ। প্রেমিকার দেশ, ভাষা, সংস্কৃতি—সব ভিন্ন হলেও ভালোবাসা জয় করেছে সব বাধা। চীনের হোয়ানান প্রদেশের যুবক ওয়াং তাও বিয়ে করতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সুরমা আক্তারকে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী রোববার (০২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে চীনা যুবক ওয়াং তাও হচ্ছেন ওয়াং ইচাং চাও-এর পুত্র। হোয়ানান প্রদেশের বাসিন্দা এই তরুণ অনলাইনেই খুঁজে পান জীবনের ভালোবাসা।

প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপে তাদের পরিচয় হয়। শুরুতে সাধারণ কথোপকথন হলেও দ্রুতই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে একে অপরকে ভালো লাগা থেকে প্রেমে রূপ নেয় সম্পর্কটা।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ওয়াং তাও বিয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে আসার জন্য। চীনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন। অবশেষে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সুরমার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান এবং সোজা নাসিরনগরের কুন্ডার বাড়িতে নেন।

চীনা যুবককে দেখতে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। শনিবার সকাল থেকেই সুরমার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন—সব মিলিয়ে গ্রামজুড়ে বইছে উৎসবের আমেজ।

নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট পরীক্ষা করে নিশ্চিত হই তিনি সত্যিই চীনের নাগরিক কিনা। আমরা শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে সম্পন্ন হবে।

সুরমার পরিবার জানিয়েছে, উভয় পরিবারের সম্মতি নিয়েই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। সুরমা ও ওয়াং তাওর মধ্যে ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে মুসলিম রীতি অনুসারে বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পর তারা ঢাকায় কিছুদিন থাকবেন এবং পরে আবার চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো নাসিরনগর জুড়ে বইছেআলোচনার ঝড়। গ্রামের লোকজন বলছেন, প্রেমের এমন পরিণতি বিরল। আজকাল অনেক গভীর সম্পর্ক ও ভেঙে যায়, কিন্তু দূরদেশের মানুষ যখন ভালোবাসার টানে বাংলাদেশে আসে, সেটি সত্যিই অবাক করার বিষয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩