বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে সিঁদেল চুরির উৎপাত বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মজুমদার বাড়ীতে অজ্ঞাতনামা চোরচক্র কর্তৃক সিঁদ কেটে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি একই গ্রামের মৃত মোজ্জাম্মেল হক মজুমদারের ছেলে পল্লী চিকিৎসক গোলাম কিবরিয়া মজুমদারের ঘরে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগির নগদ টাকা, মালামাল চুরি হওয়ায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ভুক্তভোগি গোলাম কিবরিয়া মজুমদার শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভুক্তভোগি গোলাম কিবরিয়া মজুমদার করপাটি বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত মেডিকেল’ থেকে বাড়ীতে আসেন। এ সময় তিনি দোকান থেকে নিয়ে আসা একটি কালো ব্যাগে সংরক্ষিত দোকানের ঔষধ বিক্রি ও বিকাশ লেনদেনের নগদ অনুমান ৭০-৮০ হাজার টাকা, মোবাইল রিচার্জ কার্ড সহ কয়েকটি মোবাইল সেট নিজ ঘরের টিভি বক্সের ভেতর রাখেন।

এরমধ্যে তিনি ঘুমিয়ে পড়লে রাত অনুমান ১২টার পর থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যের যে কোনো সময় অজ্ঞাতনামা চোরচক্রের সদস্যরা ঘরের দক্ষিণ পাশের কক্ষের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ওই ঘরে প্রবেশ করে টিভি বক্সের ভেতরে রাখা ব্যাগে সংরক্ষিত নগদ ৭০-৮০ টাকা, ৩টি বাটন মোবাইল ও বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির রিচার্জ কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে চলে যায়। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগির পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পারেন। এ সময় তাদের আর কিছুই করার ছিলো না।

এ ঘটনায় ভুক্তভোগি গোলাম কিবরিয়া মজুমদার একই এলাকার কাউকে কাউকে সন্দেহ করলেও উপযুক্ত প্রমাণ না থাকায় কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করতে পারছেন না। এদিকে সন্দেহভাজন কয়েকজনের নাম চুরির এ ঘটনায় আলোচনায় আসায় প্রত্যক্ষভাবে ভুক্তভোগির পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন এলাকার কয়েকজন প্রভাবশালী ও কুচক্রী মহল। বিষয়টি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চোরচক্রের সদস্যদের চিহিৃত করে অবিলম্বে তাদের গ্রেফতার করে ও শাস্তি নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘ভুক্তভোগি কর্তৃক চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩