রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

নিখোঁজের ১২ দিন পর পাবনা থেকে স্কুল ছাত্রী উদ্ধার করেছে পুলিশ

সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মোহনা বেগম নামের স্কুল ছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রেমের টানে ঘর ছাড়া উপজেলার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)কে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাবনা সদর থানার গয়েশপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ।

মোহনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামস্থ নানা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোহনা বেগম গত ২৯ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়।
দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় মোহনার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা।
এমনকি মোহনার সাথে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬**) বন্ধ পাওয়া যায়।

এরপর এ ঘটনায় ২ জানুয়ারী মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৬৯ (২.০১.২০২৫ইং)। জিডি দায়েরের পর থেকেই মোহনার সন্ধানে মাঠে কাজ শুরু করে থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার গয়েশপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করতে সক্ষমও হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরোও জানা গেছে, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনার গয়েশপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭) সাথে। তাদের দু’জনের ওই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
আর গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুল ছাত্রী মোহনা।
তবে প্রেমিক শামীমের বাড়ি থেকে মোহনাকে উদ্ধার করলেও তার প্রেমিক শামীমকে আটক করতে পারেনি থানা পুলিশ।

নিখোঁজ স্কুল ছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন,
এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩