বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

নিখোঁজের ১২ দিন পর পাবনা থেকে স্কুল ছাত্রী উদ্ধার করেছে পুলিশ

সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া মোহনা বেগম নামের স্কুল ছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রেমের টানে ঘর ছাড়া উপজেলার রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)কে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টার দিকে পাবনা সদর থানার গয়েশপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে বিশ্বনাথ থানার এসআই অনুপম দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ।

মোহনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামস্থ নানা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মোহনা বেগম গত ২৯ ডিসেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হয়।
দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় মোহনার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা।
এমনকি মোহনার সাথে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬**) বন্ধ পাওয়া যায়।

এরপর এ ঘটনায় ২ জানুয়ারী মোহনার মা সাজনা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। যার নং ৬৯ (২.০১.২০২৫ইং)। জিডি দায়েরের পর থেকেই মোহনার সন্ধানে মাঠে কাজ শুরু করে থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার গয়েশপুর গ্রামে মোহনার অবস্থান শনাক্ত করতে সক্ষমও হয় পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরোও জানা গেছে, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনার গয়েশপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭) সাথে। তাদের দু’জনের ওই পরিচয় থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
আর গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন স্কুল ছাত্রী মোহনা।
তবে প্রেমিক শামীমের বাড়ি থেকে মোহনাকে উদ্ধার করলেও তার প্রেমিক শামীমকে আটক করতে পারেনি থানা পুলিশ।

নিখোঁজ স্কুল ছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন,
এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩