মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:
ইতালিতে দেশটির অভিবাসীদের জন্য নির্ধারিত আশ্রয় ক্যাম্পে অবস্থানকালে মৃত্যুবরণ করেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের এক প্রবাসী যুবক। নিহতের নাম সাইফুদ্দিন আকন্দ (৩২)। তিনি ওই গ্রামের লালমিয়া আকন্দের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সাইফুদ্দিন আকন্দ কয়েক মাস আগে জীবিকার তাগিদে ইতালি পাড়ি জমান। ভালো জীবনের আশায় তিনি অভিবাসীদের জন্য স্থাপিত একটি সরকারি আশ্রয় ক্যাম্পে অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবার জানায়, তার মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দূতাবাস ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে মৃত্যুর কারণ জানতে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।
গ্রামের প্রতিবেশীরা বলেন, সাইফুদ্দিন ছিলেন শান্ত-শিষ্ট ও পরিশ্রমী যুবক। পরিবারের স্বপ্ন পূরণের জন্য তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩