মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি রেস্টুরেন্টে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করা হয়েছে। স্থানীয় জনতা গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে হানা দিয়ে এদের ধরে ফেলে। পরে ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে মরা মুরগিগুলো জ’ব্দ করে এসিল্যান্ড অফিসে নিয়ে যায় এবং ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ত্রিশালের ওই রেস্টুরেন্টটি বাহ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয় চকচকে লাইট, ফ্যান্সি ডেকোরেশন ও কম দামে খাবারের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু এর আড়ালে চলছিল মরা মুরগি দিয়ে খাবার তৈরি ও বিক্রির ভয়ংকর কারসাজি।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই এলাকায় প্রতিদিন নতুন করে গজিয়ে ওঠা রেস্টুরেন্টগুলো কি আসলেই নিরাপদ খাবার সরবরাহ করছে? নাকি বিষের প্লেটেই সাজানো হচ্ছে মানুষের আহার?
জানা গেছে, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বালিপাড়া রোড এলাকা থেকে ভ্যান ভর্তি মরা মুরগি আটক করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে। উক্ত অ’ভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলোঃ- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের বিভিন্ন সচেতন মহল বলছেন, মরা মুরগি খেলে মানুষের শরীরে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, যার মধ্যে রয়েছে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, কিডনি স’ম’স্যা এমনকি ক্যা’ন্সা’র পর্যন্ত।
সচেতন মহল বলছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে ময়মনসিংহ একদিন “মরা মুরগির রাজধানী” নামে পরিচিত হয়ে উঠবে। তদন্ত চলছে, প্রশাসনের নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩