শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

কালকিনিতে আড়িয়াল খা নদী ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

মানববন্ধনে ভাঙন রোধের দাবি

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলত খা গ্রামে আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙনে গত তিন মাসে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফসলি জমি, বসতভিটা, এমনকি কবরস্থান পর্যন্ত নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

৬৫ বছর বয়সী ময়না বেগম অসহায় কণ্ঠে বলেন, “মোগো সব কিছু নদী নিয়ে গেছে। এখন মোগো ঘর নাই, জায়গা নাই, স্বামীর কবর পর্যন্ত নদী কেড়ে নিছে।” তার মতো বহু পরিবার বর্তমানে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙনের ফলে কালাম খা, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারীসহ বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে স্থানীয় একটি পাকা সড়ক, খানবাড়ি মাদ্রাসা, ৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চরদৌলত খা জামে মসজিদসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিদার সরদার, ফারুক সরদার, মহাশিন সরদার, কুলসুম বেগম, সালেহা খানমসহ অন্তত অর্ধশত পরিবার।

নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বুধবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে আকাঈদ, মোজাফর, নেয়ামত উল্লাহ, আজিজসহ অনেকে বক্তব্য রাখেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার বলেন, “নদী ভাঙন রোধে বহুবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কার্যকর ব্যবস্থা এখনও দেখা যায়নি।”

এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের জানান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহায়তা প্রদান করা হবে।”

কালকিনি অঞ্চলের সাধারণ মানুষের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে অচিরেই আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩