বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ
ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত প্রায় দশটার দিকে এ সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার যুবকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বটতলা এলাকার নাসির ট্রেডার্স, মেসার্স আব্দুর রব স্টোর, বিসমিল্লাহ রেন্ট-এ-কার, ক্লাসিক স্টাইল ফ্যাশন, মেসার্স শামীম ট্রেডার্স, হাংরি হোম, জাবের কনস্ট্রাকশনসহ একাধিক দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, সংঘর্ষকারীরা সুযোগ বুঝে দোকানপাট ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩