বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঘাতকের দেখানো ঝোপ থেকে অটোরিকশা চালকের কঙ্কাল উদ্ধার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার মাদারীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস সাজেক থেকে আর ফেরা হলো না খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকির মহিপুরে নিরাপদ পানি ক্যাম্পেইন, সুস্থ জীবনযাপনে সচেতনতার বার্তা ।। নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না, ডিসি সিফাত মেহনাজ কুড়িগ্রামে এনসিপির উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ শাহজাদপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষ বিতরণ কর্মসূচী উদ্ধোধন গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার মুরাদনগরে বিশেষ অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবচরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাত্র সাত মাসের কঠোর সাধনায় কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে পূর্ণাঙ্গ হিফজ সম্পন্ন করেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদরাসার মসজিদে বিশেষ আয়োজনে তাদের মাথায় হাফেজ মর্যাদার পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম। এসময় তাদের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান স্থানীয় আলেমগণ ও উপস্থিত অতিথিরা।

দুই হাফেজের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদার সাংবাদিকদের জানান, “আমার দুই ছেলে জন্মসূত্রে ইতালির নাগরিক। দীর্ঘদিন ধরে আমার স্বপ্ন ছিল তাদের কুরআনের হাফেজ ও ভবিষ্যতে মাওলানা বানানোর। ইতালিতে কোনো মাদরাসা না থাকায় দেশে এনে ভর্তি করাই রাজৈরের এই মাদরাসায়। আল্লাহর অশেষ রহমতে তারা মাত্র সাত মাসে হিফজ সম্পন্ন করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।”

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৩ বছর ধরে ইউরোপের দেশ ইতালিতে বসবাস করছেন মামুন হাওলাদার। স্ত্রী-সন্তানসহ সেখানেই স্থায়ীভাবে থাকলেও সন্তানদের ইসলামি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে দেশে পাঠান। ভবিষ্যতে তাদের মিশরে পাঠিয়ে মাওলানা পড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও আব্দুর রহমান ও আব্দুর রহিমের এই অর্জন স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এ ঘটনাকে ইসলামের প্রতি অনুরাগ ও পারিবারিক ত্যাগের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩