বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে সারাদেশের যোগাযোগ সহজীকরণের একমাত্র প্রধান সড়কটি হলো মারিশ্যা–দীঘিনালা সড়ক।

প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি বছরের পর বছর সংস্কার ও সম্প্রসারণের অভাবে চলাচলে মারাত্মক দূরভোগের সৃষ্টি হচ্ছে। সরু, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন চলাচল করলেও ন্যূনতম নিরাপত্তা নেই। ফলে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই সড়ক সম্প্রসারণ ও সংস্কারের জোর দাবি জানিয়ে আসছে।

সড়কটির বহু অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের কারনে যান চলাচল প্রায় অচল হয়ে যায়। সরু রাস্তার কারণে একসাথে দুটি গাড়ি নিরাপদে চলাচল করতে পারে না, ফলে প্রায়ই সময় যানচলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।

স্থানীয় কৃষকরা জানান, বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় উৎপাদিত কলা, আনারস, আদা, হলুদ, ও বিভিন্ন শাকসবজি সময়মতো বাজারে নিতে না পারায় অনেক সময় পচে যায়। এতে কৃষকরা লোকসানের শিকার হন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রতিনিয়ত দীঘিনালা বা খাগড়াছড়ি যেতে তাদের ভোগান্তির শিকার হতে হয়।

বাঘাইছড়িতে উন্নত চিকিৎসা ব্যাবস্থা না থাকায় রুগীকে খাগড়াছড়ি ও চট্টগ্রাম নিতে হয়, যার ফলে জরুরি চিকিৎসার ক্ষেত্রেও রোগী বহনে মারাত্মক সমস্যা তৈরি হয়।

বাঘাইছড়ি উপজেলা সদর, সাজেক, মারিশ্যা, রূপকারী, সারোয়াতলীসহ বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা বলেন, মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণ ও সংস্কার এখন সময়ের দাবি। উন্নত সড়ক হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের ব্যাপক উন্নতি ঘটবে। এটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

স্থানীয়রা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রকল্প গ্রহণ ও কাজ শুরু করার জোর আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এ সড়ক সম্প্রসারণ হলে দীঘিনালা হয়ে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে যোগাযোগে সময় ও খরচ উভয়ই কমবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩