বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন(১৮) দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। মাত্র ৮ লাখ টাকা হলেই অপারেশন করা হবে তার। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাঁর চিকিৎসাসেবা থমকে আছে।
সৌরভ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আবদুল হান্নান মিয়াজী ও কামরুন নাহার লাভলী দম্পত্তির প্রথম সন্তান। সৌরভ কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী।
সৌরভের মা কামরুন নাহার লাভলী জানান, ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। আগামীর স্বপ্নকে বড় করতে কুমিল্লা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। তারপরই সে অসুস্থ্য হয়ে পড়ে। বিভিন্ন চিকিৎসা সেবা শেষে ঢাকার কাকরাইলে অরোরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষায় তার ব্রেনে টিউমার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক তার ব্রেন অপারেশনের পরামর্শ দেয়।
তার বাবা একজন অটোরিকশা চালক। ধার দেনা করে চলতি বছরের ১৭ জানুয়ারী ব্রেনে অস্ত্রোপাচার করা হয়। এতে তার পরিবারের ২৫ লক্ষ টাকা খরচ হয় বলে তার কামরুন নাহার লাভলী জানান। হঠাৎ করে সৌরভের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে জানতে পারে, তাঁর ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয় এবং মাথায় পূনরায় অপারেশন করতে হবে। এতে ব্যয় হবে আরও ৮ লক্ষ টাকা।
বর্তমানে ঢাকা মিরপুর-১ এ অবস্থিত ডেল্টা হসপিটালে চিকিৎসাসেবা গ্রহণ করছে। প্রতিদিন তাকে কেমোথেরাপি দিতে হয়। এরই মাঝে সৌরভের ডান পা এবং ডান হাত অচল হয়ে যায়। বর্তমানে তার অবস্থা শঙ্কটাপন্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত মাথা এবং ফুসফুসের অপারেশন করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়।
তাকে সহযোগিতা করতে তাঁর পরিবার সাহায্য চেয়েছেন;
সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় একাউন্ট নং-১৩০৭৮০১০২১৮৫৯ ও বিকাশ-০১৭৬৭০৪৯৭১১(সৌরভের মা)।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩