বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিগত ১৭ বছর শিক্ষার মানোন্নয়নে কোনো অগ্রগতি হয়নি: ডা. রফিকুল ইসলাম ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার মাদারীপুরে শ্রাবন্তী আক্তার সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণে বিক্ষোভ, মহাসড়কে সড়ক অবরোধ নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঘাইছড়িতে ভয়াবহ বন্যা, জনজীবন বিপর্যস্ত কুবি শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মৌন মিছিল চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা মাভাবিপ্রবি (মাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনে কমিটি গঠন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর দুই সড়কে দের লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঠিকাদার উধাও ট্রাক্টর উল্টে কিশোর নিহত বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে আলোচনা ও করণীয় বিষয়ক সভা কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

মোঃ আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন(১৮) দূরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। মাত্র ৮ লাখ টাকা হলেই অপারেশন করা হবে তার। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাঁর চিকিৎসাসেবা থমকে আছে।

সৌরভ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আবদুল হান্নান মিয়াজী ও কামরুন নাহার লাভলী দম্পত্তির প্রথম সন্তান। সৌরভ কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী।

সৌরভের মা কামরুন নাহার লাভলী জানান, ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। আগামীর স্বপ্নকে বড় করতে কুমিল্লা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হয়। তারপরই সে অসুস্থ্য হয়ে পড়ে। বিভিন্ন চিকিৎসা সেবা শেষে ঢাকার কাকরাইলে অরোরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষায় তার ব্রেনে টিউমার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক তার ব্রেন অপারেশনের পরামর্শ দেয়।

তার বাবা একজন অটোরিকশা চালক। ধার দেনা করে চলতি বছরের ১৭ জানুয়ারী ব্রেনে অস্ত্রোপাচার করা হয়। এতে তার পরিবারের ২৫ লক্ষ টাকা খরচ হয় বলে তার কামরুন নাহার লাভলী জানান। হঠাৎ করে সৌরভের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে জানতে পারে, তাঁর ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয় এবং মাথায় পূনরায় অপারেশন করতে হবে। এতে ব্যয় হবে আরও ৮ লক্ষ টাকা।

বর্তমানে ঢাকা মিরপুর-১ এ অবস্থিত ডেল্টা হসপিটালে চিকিৎসাসেবা গ্রহণ করছে। প্রতিদিন তাকে কেমোথেরাপি দিতে হয়। এরই মাঝে সৌরভের ডান পা এবং ডান হাত অচল হয়ে যায়। বর্তমানে তার অবস্থা শঙ্কটাপন্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত মাথা এবং ফুসফুসের অপারেশন করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়।

তাকে সহযোগিতা করতে তাঁর পরিবার সাহায্য চেয়েছেন;
সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় একাউন্ট নং-১৩০৭৮০১০২১৮৫৯ ও বিকাশ-০১৭৬৭০৪৯৭১১(সৌরভের মা)।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩