মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাদারীপুর সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ভর্তি সহায়তা কেন্দ্র উদ্বোধন দেশ পুর্নগঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে: তারেক রহমান কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের কুবি শিক্ষার্থী ও তার মায়ের ‘হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শিবচরে ব্যাংক গ্রাহকের টাকা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা চুনারুঘাটের নালুয়া চা বাগানে ধর্মীয় উৎসব কারাম পূজা পালন শিক্ষকদের গবেষণার গুণগত মান বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত কুবি শিক্ষার্থী হত্যা: মানববন্ধনে বাস দিতে অস্বীকৃতি, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অসহায়দের পাশে ইউএনও মহোদয় ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল কালকিনিতে ভ্যাকসিন সংকট: সাপে কাটা ও কুকুর-বিড়ালের কামড়ে রোগীরা বিপাকে সেমিস্টারের আগের রাতে নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মা খুন খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ

ঠাকুরগাঁওয়ের বুড়ি বাঁধে মৎস্য চত্বর উদ্বোধন

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ি বাঁধে নবনির্মিত মৎস্য চত্বর উদ্বোধন করা হয়েছে।

রবিবার( ৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

স্থানীয়রা মনে করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বাস্তবায়ন দপ্তরের মাধ্যমে নির্মাণ এই মৎস্য চত্বরটি শুধু একটি ভাস্কর্য নয়, এটি স্থানীয় মানুষের কাছে বুড়ি বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এর মাধ্যমে এলাকার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বুড়ি বাঁধ মৎস্য চত্বরের প্রশংসা করে বলেন, “এই মৎস্য চত্বরটি বুড়ি বাঁধের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি ঠাকুরগাঁওয়ের অন্যতম দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে। এর রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “বুড়ি বাঁধের এই প্রকল্পটি পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বুড়ি বাঁধ মৎস্য চত্বরটি মূলত এলাকার মৎস্য সম্পদ এবং পরিবেশগত গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যটকদের পাশাপাশি বহিরাগত পর্যটকদেরও আকর্ষণ করা যাবে। এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং বুড়ি বাঁধের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এখানকার জলজ প্রাণীদের প্রতি সচেতনতা বৃদ্ধির একটি প্রচেষ্টা।

অনুষ্ঠানের সভাপতি ও ঠাকুরগাঁও সদর ​উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা এই এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছি। মৎস্য চত্বরটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নতুন পরিচয়ে পরিণত হবে।” তিনি এই প্রকল্পের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার আরাফাত উদ্দিন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আয়েশা খাতুন, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ গোলাম সারওয়ার চৌধুরী, ৩ নং আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রায়,৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শোভা আলী, বেলতলা সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ আমিরুল হক(মাস্টার), মোঃ দুলাল হোসেন মাস্টার, ৩ নং আকচা ইউপি সদস্য বাবলুর রহমান, ফুলজান বেগম,৭ নং চিলারং ইউনিয়ন ইউপি সদস্য মকলেছুর রহমান, জয়প্রকাশ প্রমূখ।

উদ্বোধন শেষে বুড়ি বাঁধ এলাকায় বেশ কয়েকটি ফলজ,বনজ গাছ রোপণ করেন এবং জেলা প্রশাসক এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য অফিসার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩