বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

মাভাবিপ্রবির বাজেটে রেকর্ড ১১৩ কোটি টাকার বরাদ্দ

 

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১১৩ কোটি ৭ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। মোট বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৬ কোটি ৩০ লক্ষ টাকা ও বাংলাদেশ বিশ্ববিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) কর্তৃক বরাদ্দ ১০৬ কোটি ৭৭ লক্ষ টাকা।

পূর্ববর্তী অর্থবছর (২০২৪-২০২৫) এ বাজেট বরাদ্দ করা হয়েছিলো ১০১ কোটি ৯৮ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ ২০২৫-২০২৬ অর্থবছরে মোট বাজেট বৃদ্ধি পেয়েছে ১০.৮৭%।

বাজেটে সবচেয়ে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রাথমিক যানবাহন বাবদ অনুদান খাতে। এই খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৬৬. ৬৭ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবছরে এই খাতে বাজেট বরাদ্দ ছিল মাত্র ১ কোটি ৯৩ লক্ষ ২০ হাজার টাকা যা এই অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৩ কোটি ২২ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ২৮ লক্ষ টাকা।

গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে ১৪. ৮৫ শতাংশ যা ২০২৪-২০২৫ অর্থ বছরে ছিল ২ কোটি ২৯ লক্ষ টাকা। বর্তমান অর্থবছরে গবেষণা অনুদানে বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ টাকা অর্থাৎ ৩৪ লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে।

পন্য ও সেবা বাবদ সহায়তায় (সাধারণ ও মেরামত) মোট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৬.২৩ শতাংশ। যা ২০২৪-২০২৫ অর্থবছরে ছিল ২৪ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা। বর্তমান অর্থবছরে (২০২৫-২০২৬) বরাদ্দ করা হয়েছে ২৫ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থাৎ ১ কোটি ৫১ লক্ষ ৫৫ হাজার টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

মোট বেতন বাবদ সহায়তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৭.৮৮ শতাংশ যা ২০২৪-২০২৫ অর্থ বছরে ছিল ৩৮ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা। বর্তমান অর্থবছরে (২০২৫-২০২৬) ৪১ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ভাতা বাবদ বর্তমান অর্থবছরে (২০২৫-২০২৬) ২৯ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পেনশন খাতে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৪৬ লক্ষ টাকা।

তবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুদান খাতে ২০২৪-২০২৫ অর্থবছরে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা যা গত বছরে ছিল ১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্থাৎ ৩০ লক্ষ টাকা কম বরাদ্দ হয়েছে।

যন্ত্রপাতি অনুদানে বরাদ্দ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১৯.১৩ শতাংশ যা ২০২৪-২০২৫ অর্থ বছরে ছিল ৩ কোটি ৫ লক্ষ টাকা। বর্তমান অর্থবছরে (২০২৫-২০২৬) ৩ কোটি ৬৩ লক্ষ ৩৫ হাজার টাকা।

প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা পূর্ববর্তী অর্থবছরে ৪৬ লক্ষ টাকা থেকে বর্তমান অর্থবছরে ১ লক্ষ টাকা বৃদ্ধি করে ৪৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

এই অর্থবছরেঅন্যান্য অনুদান বাবদ ১ কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। অন্যান্য মূলধন অনুদানে বরাদ্দ করা হয়েছে ৫০ লক্ষ টাকা। এই বাজেটে শিক্ষার্থীপ্রতি ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৫২৪ টাকা।

বাজেট বিষয় উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ জানান,আমরা চলতি অর্থবছরে একটি উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ পেয়েছি। এর একটি বড় অংশ বেতন-ভাতাদির জন্য বরাদ্দ থাকবে। তবে অবশিষ্ট অংশটি যেন শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়, সেদিকে আমরা অগ্রাধিকার দেব। আমরা চাই এই বাজেট থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সবারই যেন সরাসরি উপকার হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবেচনায় গবেষণায় বরাদ্দ যথেষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং গতবারের তুলনায় এবার কিছুটা বেশি বাজেট বরাদ্দ পেয়েছি। এই অর্থ যেন সঠিকভাবে ইউটিলাইজ হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করব। প্রকল্প প্রস্তাবনা যারা তৈরি করেন, তাদের কিছু সম্মানী দেওয়া হয়—তবে এ বরাদ্দ আরও বাড়ানো গেলে ভালো হতো। কারণ, পর্যাপ্ত উৎসাহ ও প্রণোদনা ছাড়া নতুন উদ্ভাবন সম্ভব নয়। যদি আমরা আগামী প্রজন্মকে বিজ্ঞাননির্ভর করে গড়ে তুলতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়ব। তাই গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩