রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুমকিতে দুর্বৃত্তদের আগুনে তিনটি খড়ের গাদা পুড়ে ছাই ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিন : তারেক রহমান আমরা আধিপত্য বিস্তার ফ্যাসিবাদ দেখতে চাই না : ডা. শফিকুর রহমান দুমকিতে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত শিবচরের ভোটের মাঠে নতুন সমীকরণ, হাতপাখার পক্ষে খেলাফত মজলিস নেতা হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের ‎কুবির ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুদের পাশে ইনকিলাব মঞ্চ স্বাধীনতা পরবর্তী কেউ জনগণের কল্যাণে কাজ করেনি : ভিপি বাহাদুর ‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন পুঠিয়ায় তরুণদের নিয়ে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ ত্রিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণভোট’ নিয়ে বিভ্রান্তি দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন জাফলংয়ে বালু লুট, কারাদণ্ড ১১ জনের

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ২০২৫-২০২৬ স্নাতক প্রথম বর্ষ ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক কক্ষ পরিদর্শক কর্তৃক পরীক্ষার্থীকে উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় হুমকি ও পোশাক নিয়ে ভীতি প্রদর্শন করেছেন বলে লিখিত অভিযোগ করছেন ফারহানা জান্নাত নামের এক শিক্ষার্থী।

শনিবার (৩১ জানুয়ারি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর রুমের কক্ষ পরিদর্শক দুইজন পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেয়। এবং অভিযোগকারী পরীক্ষার্থী ফারহানা জান্নাত উত্তর বলে দেওয়ার প্রতিবাদ করলে কক্ষ পরিদর্শক তাকে পোশাক নিয়ে ভীতি প্রদর্শন করেন এবং কোথাও এসব না বলার জন্য হুমকি দেয়।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ আমার কাছে এমন একটা অভিযোগ এসেছে। আমি সেটা ইউনিট প্রধানকে তদন্তের জন্য জানিয়েছি।’

‘বি’ ইউনিটের প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘ এমন একটা অভিযোগ পেয়েছি। যে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে ওই কেন্দ্রের কক্ষ সমন্বয়ক এবং অভিযোগকারীর সাথে আমরা আগামীকাল তিনটায় বসবো। এরপর সিদ্ধান্ত হবে।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩