রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর-১ (শিবচর) আসনে নিজ দলের প্রার্থী থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা মার্কার সমর্থনে মাঠে নেমেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর শাখার সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার। তার এই অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় শিবচর বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইনের নেতৃত্বে আয়োজিত গণসংযোগে হাতপাখা মার্কার পক্ষে প্রচারণায় অংশ নেন শাহ আলম তালুকদার।
গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর শাখার সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার বলেন, “দলের খারাপ অবস্থায় শিবচর থেকে আমাকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। আমি খেলাফত মজলিসের হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। কিন্তু নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে আমাকে না জানিয়ে কেন্দ্র থেকে মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে রিকশা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়। এতে আমার তৃণমূলের কর্মীরা কষ্ট পেয়েছে এবং ব্যক্তিগতভাবেও আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি বিষয়টি কেন্দ্রকে জানিয়ে দিয়েছি—এই নির্বাচনে আমি হাতপাখা মার্কার হয়ে মাঠে কাজ করবো। ১২ তারিখের আগ পর্যন্ত আমি রিকশা মার্কার সঙ্গে থাকবো না।”
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা আকরাম হুসাইন। তিনি বলেন, “আমি শিবচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরাই মাদারীপুর-১ (শিবচর) আসনে জয়ী হবো।”
তিনি আরও দাবি করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামিকে এদেশের মানুষ শত্রু মনে করে। আমরা জামায়াত থেকে সরে আসায় আমাদের জনপ্রিয়তা বেড়েছে। মানুষ আমাদের ধন্যবাদ দিচ্ছে।”
উল্লেখ্য, চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা প্রতীক) থেকে প্রার্থী করা হয়েছে মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩