বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত বিষ্ণু সিং ও জনাব মোঃ বাবলু হোসেন-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
র্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের নতুন কর্মজীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এর সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। পেশাগত সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।” তিনি পদোন্নতিপ্রাপ্তদের জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং অর্পিত দায়িত্ব পালনে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পাল।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের এই সাফল্যের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩