বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে একটি টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে মানব পাচারকারী মোঃ শাহিনসহ মোট চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল।
আটক ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, একই জেলার শিবগঞ্জ থানার লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আসাম কলোনী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার দুর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মানব পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩