বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুফিয়ান আহমদ’কে গ্রেফতার করেছে শাহপরান (রঃ) থানা পুলিশ।
গতকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১১ ঘটিকার সময় শহরের শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে শাহপরান রঃ থানা পুলিশ। গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, সুফিয়ান আহমদ গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের কমর উদ্দিন এর ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী ছিলেন।
গত ৫ই আগস্ট পূর্ববর্তী তিনি জাফলংয়ে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত সাধারণ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং তাহার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিজিবির ক্যাম্প লুট সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিককালে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩