বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬৫তম সিন্ডিকেট সভায় ১৫৩ জন নিয়োগ দেওয়া হয়েছে , এমন অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়োগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সায়েদ আলম বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর গত প্রায় ১৫ মাসে বিভিন্ন সিন্ডিকেট সভার মাধ্যমে অবৈধভাবে ২৫০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি টিম আজ অভিযান পরিচালনা করেছে। তবে প্রাথমিকভাবে রেকর্ডপত্র পর্যালোচনায় প্রয়োজনের অতিরিক্ত বা অবৈধ নিয়োগের প্রমাণ পাওয়া যায়নি।
শীর্ষ একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ৫৬৫তম সিন্ডিকেট সভায় ৪৪ জন শিক্ষকসহ মোট ১৫৩ জন নিয়োগের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, “ওই সভায় ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পূর্বের অস্থায়ী নিয়োগকে স্থায়ী করা হয়েছে।”
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের কন্যার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত ন্যূনতম যোগ্যতা পূরণ করলে যে কেউ আবেদন করতে পারেন এবং মেধাক্রম অনুযায়ী ১২তম, ১৩তম বা ১৮তম স্থানেও থাকা স্বাভাবিক বিষয়। তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্যের আগে ভাইভা ও প্রেজেন্টেশনের ফলাফল পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি জানান, সংশ্লিষ্ট ফলাফল বর্তমানে উপাচার্যের কাছে সংরক্ষিত রয়েছে। উপাচার্য আজ কার্যালয়ে অনুপস্থিত থাকায় ফলাফল পাওয়া যায়নি। আগামীকাল এসব নথি সংগ্রহ করে পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা শেষে বিষয়টি জানানো হবে।
অভিযানের চূড়ান্ত প্রতিবেদন কবে পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে সায়েদ আলম বলেন, গত ১৫ মাসে হওয়া সব নিয়োগের তথ্য-উপাত্ত আজ সংগ্রহ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদক সচিবের কাছে জমা দেওয়া হবে। তথ্য অধিকার আইনের মাধ্যমে সংশ্লিষ্টরা এ প্রতিবেদন সংগ্রহ করতে পারবেন।
আজকের অভিযানে টিম লিডারের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক সায়েদ আলম। টিমের অন্য সদস্যরা ছিলেন চট্টগ্রাম দুদক-১-এর উপ-সহকারী পরিচালক হামিদ রেজা ও সবুজ হোসেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩