বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের সকল ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী, সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র ও সিলেট–৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনের গণমানুষের নেতা আরিফুল হক চৌধুরী।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
এলাকাবাসীর মধ্যে আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩