রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল জেলার কালিয়া থানা পশ্চিমের ২০২৬ সেশনের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছে। কর্মীদের প্রত্যক্ষ ভোটে মো: আলহাজ মোল্য সভাপতি এবং মো:আসাদুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হয়
গতকাল শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে জামায়াতে ইসলামীর চাচুড়ি ইউনিয়ন শাখার কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কালিয়া পূর্ব থানা সভাপতি মোঃ ফাহিম শেখের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সেক্রেটারি মো: তাজ মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক ভিক্টোরিয়া কলেজ সভাপতি উপস্থিত ছিলেন।
২৬ সেশনের জন্য থানা সভাপতি নির্বাচন উপলক্ষে জেলা সেক্রেটারির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ সর্বাধিক ভোট প্রাপ্ত মোহাম্মদ আলহাজ মোল্য কে সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি কে শপথ বাক্য পাঠ করানো হয়।
কর্মীদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতেও থানা সেক্রেটারি নির্বাচিত হয়। সর্বশেষ নবনির্বাচিত সভাপতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩