রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের কালিশুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
(৮ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাউফলের কালিশুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -২ (বাউফল) আসনের সাবেক এমপি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহিদুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য, সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের সহধর্মিনী সালমা আলম লিলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাউফল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, বাউফল পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, কালিশুরি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সালাম সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩