বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে ২০ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ : ডেবোনেয়ার গ্রুপের আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান : ৩ হাজার টাকা জরিমানা কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ বাগআঁচড়ায় ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা দোয়ারাবাজারে জামায়াতের ছাত্র সমাবেশে আবু সাইদ ও হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে আহ্বান অসহায় বিধবা মহিলাকে খাদ্য, শীতবস্ত্র ও স্থায়ী ঘরের আশ্বাস দিলেন ইউএনও আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন সরিষার সোনালী ফুলে মধু’র স্বপ্ন বুনছে কৃষক কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার মোবাইল, ওয়ালেট হারানো ও অনলাইন প্রতারণা ঠেকাতে বাংলাদেশি দুই শিক্ষার্থীদের উদ্ভাবন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ ‎কুবির বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে আলভীর-জুয়েল পুরো ঢাকার শহর খালেদা জিয়ার জানাজায় পরিনত হয়েছিলো : এবিএম মোশাররফ

হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা এম সাখাওয়াত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশে বা বিদেশে অবস্থানরত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় জড়িত কেউ দেশে থাকুক কিংবা বিদেশে—কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি জানান, হাদির মৃত্যুর পরপরই নলছিটির গুরুত্বপূর্ণ এই লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে রাখার সিদ্ধান্ত নেন তিনি। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তাঁর এখতিয়ারের মধ্যে থাকায় দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

তিনি বলেন, নলছিটির মানুষের যাতায়াতের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে—সে বিষয়টি নিশ্চিত করতেই তিনি সরাসরি উপস্থিত হয়েছেন।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, “ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশের সম্পদ। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তাঁর নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে।”

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

হত্যাকাণ্ডের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকায় এ বিষয়ে তিনি আর বিস্তারিত মন্তব্য করেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩