সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ই ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মাঝে বিচার ও হাদীর সুস্থতা কামনা করে বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা’, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কি করে’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন৷

এসময় ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বলেন,“আমাদের হাদী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ওনার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া চাই। জুলাই গনঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে অনেক অপরাধী পালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরেও কেন এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি আমরা তার জবাব চাই। আজকের হামলার সাথে জড়িত ব্যাক্তিদের অতি দ্রুত সময়ে আইনের আওতায় আনার তীব্র দাবি জানাই।”

আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, “ওসমান হাদী ভাই যেদিন থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করে সেদিন থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই হাদী ভাইয়ের উপর যারা হামলা করেছে তারা চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সর্দার। এক হাদীকে গুলি করে সংগ্রামী কন্ঠস্বর নিঃশেষ করে দেওয়া যাবে না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ কোটি হাদীর আবির্ভাব হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩