আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওমর ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ই ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের 'বিদ্রোহী' থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মাঝে বিচার ও হাদীর সুস্থতা কামনা করে বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ইন্টেরিম ইন্টেরিম, লজ্জা লজ্জা', 'হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ', 'হাদী ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে', 'আমার ভাই হাসপাতালে, প্রশাসন কি করে'-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন৷
এসময় ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বলেন,“আমাদের হাদী ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ওনার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া চাই। জুলাই গনঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে অনেক অপরাধী পালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরেও কেন এসব অস্ত্র উদ্ধার করতে পারেনি আমরা তার জবাব চাই। আজকের হামলার সাথে জড়িত ব্যাক্তিদের অতি দ্রুত সময়ে আইনের আওতায় আনার তীব্র দাবি জানাই।”
আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, “ওসমান হাদী ভাই যেদিন থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করে সেদিন থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই হাদী ভাইয়ের উপর যারা হামলা করেছে তারা চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের সর্দার। এক হাদীকে গুলি করে সংগ্রামী কন্ঠস্বর নিঃশেষ করে দেওয়া যাবে না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ কোটি হাদীর আবির্ভাব হবে।”