বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার মোহনগঞ্জে সোহাগ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার বাইক ও মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আদর্শনগর এলাকা থেকে যাত্রী নিয়ে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসা গ্রামের উদ্দেশ্যে রওনা হন সোহাগ। বাউসা এলাকায় একটি ফাঁকা স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রে আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ মিয়া খালিয়াজুরী উপজেলার ১ নম্বর মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদ
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩