বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:
হলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও দৈনন্দিন ব্যবহৃত ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৩০টি ডাস্টবিন ক্রয় করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক উক্ত ডাস্টবিনগুলো ক্রয় করা হয়।
১০ তলা বিশিষ্ট হলের প্রতিটি তলায় তিন করে থাকা প্রতিটি ব্লকে একটি করে ডাস্টবিন দেওয়া হবে বলে জানান হল সংসদের প্রতিনিধিবৃন্দ। এগুলোর মাধ্যমে হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তারা।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের কমনরুম সেক্রেটারি মো. আরিফ হোসেন বলেন, “বিগত সময়ে হলে যে ময়লার ঝুড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার উপযোগী ছিল না। ঝুড়িগুলো হালকা হওয়ায় সহজেই বিড়াল ধাক্কা দিয়ে ফেলে দিত। ছোটো বা পানীয় জাতীয় কিছু ফেললে তা গড়িয়ে পড়ে আশেপাশের পরিবেশ নষ্ট হতো। হল সংসদের দাবির প্রেক্ষিতে নতুন ৩০টি ডাস্টবিন কেনায় উক্ত সমস্যাগুলো আর থাকবে না বলে আশা করি। হলে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমাদের দৈনন্দিনের বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখা ডাস্টবিনে ফেলার আহ্বান জানাচ্ছি।”
হলের সহসভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “আমাদের হলের অন্যতম সমস্যা ছিল বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি। আগের ঝুড়িগুলো মানসম্মত ও হলের অভ্যন্তরে ব্যবহারে উপযুক্ত না হওয়ায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে নতুন করে ৩০টি ডাস্টবিন কেনা হয়েছে। আশা করি– আমরা সবাই ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলব এবং আমাদের হলে সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ বজায় রাখব।”
উল্লেখ্য, পূর্বে ক্রয়কৃত ত্রুটিপূর্ণ ঝুড়িগুলো অন্যত্র ব্যবহারের পরিকল্পনা করছেন তারা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩