বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর গণসংযোগ ও আলোচনা সভা বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয় বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল ‘নাপা সেন্টার’ তকমা ঝেড়ে নতুন রূপে জাবি মেডিকেল সেন্টার মারা গেছেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দিপংকর দ্বীপ মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা প্রকৃতিকে ভালোবেসেই জীবিকার পথ গড়েছেন শিবচরের শাহিন শিকদার জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত দূর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) প্রদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কক্সবাজারে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

হলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও দৈনন্দিন ব্যবহৃত ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৩০টি ডাস্টবিন ক্রয় করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক উক্ত ডাস্টবিনগুলো ক্রয় করা হয়।

১০ তলা বিশিষ্ট হলের প্রতিটি তলায় তিন করে থাকা প্রতিটি ব্লকে একটি করে ডাস্টবিন দেওয়া হবে বলে জানান হল সংসদের প্রতিনিধিবৃন্দ। এগুলোর মাধ্যমে হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তারা।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের কমনরুম সেক্রেটারি মো. আরিফ হোসেন বলেন, “বিগত সময়ে হলে যে ময়লার ঝুড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার উপযোগী ছিল না। ঝুড়িগুলো হালকা হওয়ায় সহজেই বিড়াল ধাক্কা দিয়ে ফেলে দিত। ছোটো বা পানীয় জাতীয় কিছু ফেললে তা গড়িয়ে পড়ে আশেপাশের পরিবেশ নষ্ট হতো। হল সংসদের দাবির প্রেক্ষিতে নতুন ৩০টি ডাস্টবিন কেনায় উক্ত সমস্যাগুলো আর থাকবে না বলে আশা করি। হলে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমাদের দৈনন্দিনের বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখা ডাস্টবিনে ফেলার আহ্বান জানাচ্ছি।”

হলের সহসভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “আমাদের হলের অন্যতম সমস্যা ছিল বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি। আগের ঝুড়িগুলো মানসম্মত ও হলের অভ্যন্তরে ব্যবহারে উপযুক্ত না হওয়ায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে নতুন করে ৩০টি ডাস্টবিন কেনা হয়েছে। আশা করি– আমরা সবাই ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলব এবং আমাদের হলে সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ বজায় রাখব।”

উল্লেখ্য, পূর্বে ক্রয়কৃত ত্রুটিপূর্ণ ঝুড়িগুলো অন্যত্র ব্যবহারের পরিকল্পনা করছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩