বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঈদগাঁওয়ে সাংবাদিককে আটক ও মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ মোংলায় জনতার মুখোমুখি একই মঞ্চে ৪ প্রার্থী পাঁচবিবিতে দাঁড়িপাল্লা’র পক্ষে বিশাল পথসভা অনুষ্ঠিত কক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ২ বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা এবং ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল মাভাবিপ্রবিতে কিডনি রোগ সচেতনতা ও খাদ্যাভ্যাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শার্শায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবচরে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎থিয়েটার কুবির নতুন নেতৃত্বে তন্ময়-মিথ রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে ফয়সাল নামে এক বখাটে যুবককে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামার পাড়া এলাকার বদিউল আলমের পুত্র।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কয়েকজন ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে (পোকখালী) বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করতে থাকে।

ছাত্রীরা এতে আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করে সে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক (সহপাঠী) ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর মানুষ জড়ো হতে থাকলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। আর তাৎক্ষণিক মাঠে নামে ঈদগাঁও থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান, “৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ফয়সালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩