সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ এর মনোনয়ন ফরম দাখিল দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল বাদশার মনোনয়ন দাখিল লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র দাখিল সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭ গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সারাদিনেও সূর্যের দেখা মেলেনি পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেফতার ১

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে ফয়সাল নামে এক বখাটে যুবককে আটক করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামার পাড়া এলাকার বদিউল আলমের পুত্র।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কয়েকজন ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে (পোকখালী) বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করতে থাকে।

ছাত্রীরা এতে আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করে সে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক (সহপাঠী) ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর মানুষ জড়ো হতে থাকলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। আর তাৎক্ষণিক মাঠে নামে ঈদগাঁও থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান, “৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ফয়সালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩