মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে আপন পিতার বিরুদ্ধে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেয়েটির মা।
অভিযুক্ত পিতার নাম শামীম, সে একই ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামের শাজাহান বেপারী পুত্র। ভুক্তভোগী মেয়েটির নাম শামীমা আকতার, বয়স আনুমানিক ১১ বছর। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্রী।
এ ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সদরপুরের আপামর জনসাধারণের মধ্যে ঐ বায়োলজিক্যাল পিতার বিরুদ্ধ তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে এবং এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
ঘটনার বিবরণে মেয়ের মা বলেন, আমি আমার মেয়ে শামীমা আকতারকে মাদরাসায় নিয়মিতভাবে আনা নেওয়া করি । আমি অসুস্থ থাকায় আমার বাবার বাড়ি থেকে শুক্রবার বিকলে ৫টার দিকে মাদরাসার কথা বলে মেয়ের বাবা মেয়েকে নিয়ে যায় । নিজে রিকশা চালিয়ে মেয়েকে মাদরাসায় না নিয়ে পাশের গ্রামের আফসার কাজীর বাগানের নিকট নিয়ে। জোরপূর্বক মুখ চেপে ধরে মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েকে মাদরাসায় রেখে দ্রুত চলে যায় পিতা শামীম।
পরে মেয়ে আমাকে ফোন করে কান্না করে এসব ঘটনা বললে আমি আমার বোন শাবানাকে মাদরাসায় পাঠালে মাদরাসার শিক্ষকগন এমন জঘন্য কাজের জন্য কোন আইনি ব্যবস্থা না নিয়ে উল্টা আমার বোনকে রাগারাগি করে আমার মেয়েকে দিয়ে দেন।
এ প্রসঙ্গে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে ডাক্তার এর পর্যবেক্ষণের পর তার মায়ের কাছে আছেন। পরবর্তীতে প্রয়েজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩