বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে উৎসবমুখর আয়োজনে “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৫” উদ্‌যাপিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫ (International Accounting Day 2025)।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (বিএএ)-এর সহযোগিতায় আয়োজিত এ দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আখতার, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. রোস্তম আলী, চেয়ারম্যান, হিসাববিজ্ঞান বিভাগ।

সকালে ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে কেক কেটে গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় রিফ্রেশমেন্ট ও বিজনেস কেস প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী উদ্‌যাপিত হয় International Accounting Day।
১৪৯৪ সালের এই দিনে ইতালীয় গণিতবিদ লুকা দি পাসিওলি (Luca di Pacioli) প্রকাশ করেন তাঁর বিখ্যাত গ্রন্থ Summa de Arithmetica, Geometria, Proportioni et Proportionalità।
এই গ্রন্থে তিনি প্রথমবারের মতো Double Entry Bookkeeping System বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

তাঁকেই ইতিহাসে বলা হয় — “Father of Modern Accounting”। “একজন হিসাববিদ ঘুমাতে যাওয়া উচিত নয়, যতক্ষণ না ডেবিট ও ক্রেডিট সমান হয়।” — লুকা পাসিওলি

বিশ্বজুড়ে এই দিনটি হিসাববিদদের অবদানকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে এ পেশায় অনুপ্রাণিত করতে পালন করা হয়।

বাংলাদেশেও যদি এ দিনটি রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপিত হয়, তবে হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি আরও প্রসারিত হবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতির বক্তব্যের মাধ্যমে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল কুদ্দুস, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ ও আহ্বায়ক, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৫ উদ্‌যাপন কমিটি।

আয়োজকরা জানান, হিসাববিজ্ঞানের গুরুত্ব, বাস্তব প্রয়োগ ও পেশাগত দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩