শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সং’ঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবির (২৮) নি”হ”ত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আ”হ”ত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে গৌরীপুর পৌর এলাকায় এ সং’ঘ’র্ষে’র ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির মনোনয়ন বঞ্চিত হিরন গ্রুপ ও ধানের শীষের মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বি’রো’ধ চলে আসছিল। শনিবার দুপুরে দুই পক্ষের সমর্থকরা মু’খো’মু’খি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সং’ঘ’র্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আ’হ”ত হন।
গু’রু’ত’র আ’হ’ত অবস্থায় তানজিম আহম্মেদ আবিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চি’কি’ৎ’সা’ধী’ন অবস্থায় তিনি মা”রা যান। আ”হ”ত অন্যদেরও সেখানে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় টানটান উ’ত্তে’জ’না বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গৌরীপুরে। স্থানীয় অনেক নেতা-কর্মী এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নি”হ”তে”র পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩