রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে বি’দ্যুৎ’স্পৃ’ষ্ট হয়ে মো. এহসান উল্লাহ (২৫) নামের এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে রাস্তারপাশের বাঁশঝাড় পরিষ্কার করার সময় কাটা বাঁশ কভার বিহীন বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বি’দ্যু’তা’য়িত হন।
স্থানীয়রা তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে জে,কে, মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’*ত ঘোষণা করেন।
এহসান উল্লাহ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের শরিফ বাড়ির বাসিন্দা মোঃ লোকমান হাকিমের বড় সন্তান এবং‘রাউজান সুজ’ নামক একটি দোকানের কর্ণধার ছিলেন। বিয়ের মাত্র ২৪ দিন পর এহসানের এমন আকস্মিক মৃ*ত্যু’তে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গ’ভীর শো’কের ছায়া। স্থানীয়রা জানান, তিনি ছিলেন নম্র ভদ্র, সদালাপী সমাজসেবায় সবসময় এগিয়ে থাকা একজন যুবক। সদ্য বিবাহিত এ যুবকের চলে যাওয়া সবাইকে স্ত’ব্ধ করে দিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩