রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রাণীগাঁওয়ে ধর্মপ্রাণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণে সম্পন্ন হয়েছে বহু পুরনো ঐতিহ্যবাহী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও মহানাম যজ্ঞানুষ্ঠান।
বিশ্বধর্ম, বিশ্বপ্রেম, বিশ্বমানবতা এবং ভগবৎ প্রেম শিক্ষার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি চলেছে প্রহরব্যাপী আধ্যাত্মিক পরিবেশে। ভক্তরা নিরন্তর উচ্চারণ করেছেন—
“হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্, কলৌ নান্তেব্য নান্তেব্য নাস্তেব্য গতিরন্যথা।”
শ্রীমদ্ভাগবত পাঠান্তে আয়োজিত হয় ২৪ প্রহরব্যাপী মহা-নামযজ্ঞের শুভ অধিবাস, যেখানে অধিবাস সম্পন্ন করেন শ্রী নারায়ণ চন্দ্র বর্মণ (নকশী, ঝিনাইগাতী)।
অনুষ্ঠানে পরিবেশিত হয় শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তণ।
ভক্তবৃন্দ ও সুধীজনেরা “মহানাম সুধা” পরিবেশনায় মুগ্ধ হন, চারদিকে সৃষ্টি হয় ভক্তিময় শান্ত পরিবেশ।
ধর্মীয় ঐতিহ্য ও ভগবৎপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন এখন রাণীগাঁওয়ের গৌরবময় ঐতিহ্যের অংশ হিসেবে মানুষের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩