রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে বেশ কিছু দাবি আদায়ের লক্ষে নাসরিনগর-সরাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির (আইএলএসটির) শিক্ষার্থীরা।
রবিবার (৯ নভেম্বর) সাড়ে ১০ টায় নাসিনরগর সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা নামক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা প্রায় দুই ঘণ্টা উপরে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায় । এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
তবে সড়কে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে যায়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩