শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে গ্রীন ফোর্স বাংলাদেশের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (৮ নভেম্বর ) সকালে গ্রীন ফোর্স বাংলাদেশ, কাউখালীর আয়োজনে অবসর ভবনের কক্ষে এ মতবিনিময় সভান অনুষ্ঠিত হয়।
কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. এস এম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ ডেপুটি কো-অর্ডিনেটর,
প্রফেসর জাহিদুল ইসলাম, গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না।
এসময় বক্তব্য রাখেন, অবরস প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন মিয়া, গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক রতন কুমার দাস, সাংবাদিক রিয়াদ মাহমুদ, প্রধান শিক্ষক কিরন চন্দ্র, ইউপি সদস্য মোঃ রুবেল হোসেন, নারীনেত্রী জাহানুর বেগম, শামীমা আক্তার, রেশমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি ড. এস এম হক বলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। আমাদের ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের নয়, এটি সামাজিক ও নৈতিক আন্দোলন। আমরা চাই প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক।’
সভায় বক্তারা বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। ব্যক্তি থেকে রাষ্ট্র- সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যমকে দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, নারীনেত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩