শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
চটগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তরা বাহির থেকে দরজার হুক লাগিয়ে আগুন দিয়েছে দুইটি বসতঘরে। পুড়ে ছাই হয়ে গেছে ঘর ও ঘরের সব আসবাবপত্র।
বৃহস্পতিবর (৭ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের কবিরাজ বাড়ির শিপন দে এবং মাস্টার অরুণ মুহুরী বাড়ির শিক্ষক মৃদুল মুহুরীর ঘরে আগুনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিপন দেব বলেন, রাতে আগুনের তাপে ঘুম ভেঙে গেছে । বাইরে বের হতে গিয়ে দেখি দরজায় বাহির থেকে হুক লাগানো। পরে মোবাইলে কল দিলে পাশের ঘরের প্রতিবেশী দরজা খুলে দেন।
অন্য ভুক্তভোগী শিক্ষক মৃদুল মুহুরী বলেন, আমি সেদিন বাড়িতে ছিলাম না। বাড়ির এক সদস্য মলত্যাগে জন্য বাইরে বের হয়ে দেখে ঘর থেকে ধোঁয়া উঠছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ধারণা করছি এটি পরিকল্পিতভাবে দেওয়া আগুন। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩