শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নটর ডেমিয়ান এসোসিয়েশন ২০২৫–২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান তাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব।
০৫ নভেম্বর জাবি নটরডেমিয়ান এসোসিয়েশনের মডারেটর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সুশান্ত কুমার রায় স্বাক্ষরিত এক অনুমোদিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: অর্গানাইজিং সেক্রেটারি পদে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম; ফাইন্যান্স সেক্রেটারি পদে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শান্ত কর্মকার; অফিস সেক্রেটারি আইন ও বিচার বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী জিমাত মনির; তথ্য প্রযুক্তি ও ডেভেলপমেন্ট সেক্রেটারি পাবলিক পদে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫১ব্যাচের শিক্ষার্থী মোঃ আক্কাস আলী; প্রোগ্রাম ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি পদে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মোঃ ইমদাদুল হক পারভেজ খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান সহকারী খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সরকার ও রাজনীতি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু তালেব শুভ।
সাধারণ সম্পাদক সাদমান সাকিব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই কমিটি প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যকার বন্ধন আরও মজবুত করবে এবং সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রসারে কার্যকর ভূমিকা রাখবে।”
নব নির্বাচিত সভাপতি আশিকুর রহমান তাজ বলেন, “নটর ডেমিয়ান এসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নৈতিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের ভিত্তিতে এগিয়ে যাবে। আমরা একাডেমিক উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবো।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩