বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা- ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মঈন, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তায়্যিবা খাতুন, জাহানারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রামিম আহমেদ, গ্রীণ ফায়ার হাইস্কুলের প্রধান শিক্ষক মো: ইয়াছিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ডেইলি অবজারভার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
সভার শুরুতে জুলাই পুনর্জাগরণ নিয়ে অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান খান।
সভার আলোচনা পর্ব শেষে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কলেজ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই সনদ, বই ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩